“আমরাই কিংবদন্তী” নামটির সাথে আমাদের কাজের ও মিল থাকতে হবে। নিজেদের এবং আমাদের সন্তানদেরও জানতে হবে আমাদের প্রিয় দেশ এর ইতিহাস, আমাদের মহান মুক্তির সংগ্রামের ইতিহাস। সেই লক্ষ্যেই গত ১৬ ডিসেম্বর ২০১৮ সালে আমরা আয়োজন করেছিলাম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ আয়োজন। যে আয়োজনে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন খালিদ, বীর মুক্তিযোদ্ধা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আমরাই কিংবদন্তী পরিবারের বন্ধুদের প্রায় ৭০ জন সন্তান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনে করে। এছাড়া শিশুরা গান, আবৃতি, নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকল অংশগ্রহণকারীর হাতে স্মারক উপহার তুলে দেন।