Recent Activities, Tours

আমরাই কিংবদন্তী বন্ধুদের নিঝুম দ্বীপ ভ্রমন

“এই ইট পাথরের শহরে কখন সকাল হয়, কখন রৌদ্র ঝলমল বিকেল পার হয় তার খোঁজ কেউ রাখেনা৷ কিন্তু আমরা সেই প্রজন্ম যারা দুরন্তপনায় বেড়ে উঠেছি নি:সংকোচ বাধাহীন৷
খুব ইচ্ছে হয় কোন গহীন চরে গিয়ে মাটিতে গড়াগড়ি খাব, কাশবনে হারিয়ে যাব৷ ঝিঝি ডাকা রাতে আলো জালিয়ে বসে থাকবো উদ্দেশ্যহীন৷ ভাবছি এইসব খুজবো নিঝুম দ্বীপ গিয়ে৷”

এক বন্ধুর এমন একটি পোস্টই সবাইকে আগ্রহী করে তুলেছে এই নিঝুম দ্বীপ ভ্রমনে।

৩২ জন কিংবদন্তী বন্ধু অংশগ্রহন করেছিল এই আয়োজনে গত ২০ থেকে ২৩ ফেব্রুয়ারী ২০১৯ পর্যন্ত।
ছায়া সুনিবিড়, শান্ত, স্নিগ্ধ একটা যায়গায় ৩২জন কিংবদন্তী সাগর ঘেষে মুখোমুখি বসে থাকা।

গভীর রাতে ঘুটঘুটে অন্ধকারে ক্যাম্পিং এর আলোয় গান গাওয়া, উচ্চস্বরে হেসে উঠা, লুকোচুরি খেলছি, মোটর বাইকে ঘুরোগুরি, কি ছিল না এই আয়োজনে!

আহ! জীবনটা সুন্দর।