About Us

গ্রুপের শুরুঃ
১৫ নভেম্বর ২০১৭ ,

মাধ্যমঃ ফেসবুক।

গ্রুপের উদ্দেশ্যঃ
যারা ২০০০ সালে এসএসসি/সমমানের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশান করেছে অথবা ২০০০ সালে এসএসসি/সমমানের পরীক্ষায় পাশ করেছে অথবা ২০০২ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় পাশ করেছে, বাংলাদেশের যে কোন স্কুল/ কলেজ/ মাদ্রাসা থেকে তাদেরকে এক ছাতার নীচে নিয়ে আসা। স্কুলের বন্ধুরা যে কে কোথায় হারিয়ে গেছে ঠিক মনে নেই/ জানা নেই। কে চায় না তার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেতে! আর সেই হারিয়ে যাওয়া বন্ধুদের একটি প্লাটফর্মে নিয়ে এসে একে অপরের বিপদে-আপদে, সুখে-দুঃখের, আনন্দ-কান্নার সঙ্গী হয়ে গ্রুপ এর পিছিয়ে পড়া সদস্য সহ সমাজের অবহেলিত মানুষ গুলোর জন্য কাজ করে যাওয়াই অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য।

শুরুর কথাঃ
গ্রুপ ক্রিয়েটর মোঃ নাজমুল হোসেন ভূঁইয়া সহধর্মিণী নাহিদ মোস্তারির অনুপ্রেরণা আর চার বন্ধু সাইফুল ইসলাম রিয়াদ, ফিরোজ সালাহ উদ্দিন দিপু, সাইফুল ইসলাম সুমন ও সাইফুল ইসলাম রিপন সহ শুরু করে ফেসবুক ভিত্তিক গ্রুপের কার্যক্রম।

ফেসবুক গ্রুপের পরিচালকবৃন্দঃ
এডমিনঃ
১। মোঃ নাজমুল হোসেন ভূঁইয়া

মোডারেটরঃ
১। মোঃ মেসবাহ উদ্দিন
২। মাজহার অপু
৩। আব্দুল মতিন
৪। মৃণাল কান্তি সরকার
৫। লুশি নাজিম
৬। শফিকুল ইসলাম সোহাগ

সামাজিক কার্যক্রমঃ
গ্রুপটি ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের যুক্ত করেছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। ধারাবাহিক সামাজিক কার্যক্রমের মাঝে উল্লেখযোগ্য হলঃ

১। বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রম ও ওষুধ প্রদান
২। অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
৩। অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ
৪। এতিম বাচ্চাদের মাঝে নতুন পোশাক বিতরণ
৫। রক্তদান কর্মসূচী
৬। এতিম বাচ্চাদের জন্য শিক্ষা উপকরণ ও কম্পিউটার প্রদান
৭। প্রতিবন্ধী বাচ্চাদের সহযোগিতামূলক কার্যক্রম।

বন্ধুদের মেলবন্ধনঃ
আড্ডা হচ্ছে “আমরাই কিংবদন্তী’র” প্রাণ। প্রতিনিয়ত বন্ধুদের আড্ডায় যুক্ত হচ্ছে নতুন নতুন বন্ধু, প্রতিটা আড্ডাই হয়ে উঠছে প্রাণোচ্ছল। আর পরিবার টি হয়ে উঠছে প্রাণবন্ত।

ফেসবুক গ্রুপের বর্তমান সদস্য সংখ্যাঃ
গ্রুপটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২৩ হাজার, আর প্রতিনিয়ত এতে যুক্ত হচ্ছে আরো অনেক বন্ধু।

স্লোগানঃ
“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে”
“বন্ধুত্তের জয় হোক”

গ্রুপ লিংকঃ

আমরাই কিংবদন্তী