Event Details

ঈদ আনন্দ ভাগাভাগি (ঈদ উল আযহা ২০২১)

এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত "আমরা কিংবদন্তী ফাউন্ডেশন" এর পক্ষ থেকে কোভিড ১৯ এর ভয়াবহতায় বিভিন্ন মানবিক কার্যক্রম চলমান রয়েছে। দুর্যোগ কালীন এই সময়ে পবিত্র ঈদ ঊল আজহা উদযাপন করতে গিয়ে ২২ জুলাই ২০২১ ঈদের ২য় দিন কোভিড-১৯ এর প্রভাবে অর্থনৈতিক দুরবস্থায় কোরবানী করতে না পারা (ব্যাচমেট সদস্য) ঢাকার প্রায় ৩৫টি পরিবারের মাঝে কোরবানী মাংস বিতরণ করা হয় এবং ঢাকার বাহিরের প্রায় ৩০টি পরিবারের জন্য নগদ অর্থ প্রেরণ করা হয়। একইদিন সন্ধ্যায় ঈদ আনন্দ ভাগাভাগির প্রয়াস থেকে DNCC ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের রোগীর স্বজনদের মাঝে ৬০০ প্যাকেট খাবার ও সড়কের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এই সময় জনসচেতনতা তৈরির প্রয়াসে মাস্কও বিতরণ করা হয়। খাবার হিসাবে গরুর মাংসের তেহেরী, খাসির মাংসের কাচ্ছি ও পানি বিতরণ করা হয়।

“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে।

  • চলমান খাবার বিতরণ কার্যক্রমে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ও বিভিন্ন জেলা শহরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়ে আসছে। প্রতিদিন প্রায় তিন থেকে ছয় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে। ফাউন্ডেশনের অস্থায়ী রান্নাঘরটি মালিবাগ, চৌধুরীপাড়া থেকে পরিচালিত হয়েছে।

চলমান প্রোগ্রাম গুলো এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ ব্যাচের সদস্য বন্ধু সহ এর সাথে সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে পরিচালিত হয়ে আসছে।

দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ২৫ মে থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে, যেটি প্রাথমিকভাবে মাসে ২ বার করে পরিচালিত হলেও; বর্তমান লকডাউনে প্রতিদিন চলমান আছে।