Event Details

ইচ্ছে পূরণ-৩

ইচ্ছে পূরণ-৩

স্থানঃ দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ধর্মদাস সরদারপাড়া, রংপুর।
শুক্রবার, ১০ ই জুন, ২০২২ইং

মানব কল্যাণে সংগঠনের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন’র অন্যতম প্রধান লক্ষ্য। ধারাবাহিক সামাজিক কাজের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ “ইচ্ছে পূরণ ৩” নিয়ে রংপুরের ধর্মদাস, সরদারপাড়া’স্থ “দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়”র প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর যাতায়াতের জন্য নতুন থ্রি হুইলার আটো হস্তান্তর; “প্রজেক্ট অবলম্বন এর উদ্যোগে

১ টি সেলাই মেশিন,

৫ টি হুইল চেয়ার,

৪ টি এলবো ক্র্যাচ ও

শিক্ষা উপকরণ বিতরণ;

ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” র উদ্যোগে একবেলা খাবারের আয়োজন করা হয়। এই কর্মসূচীতে পরিবেশ বান্ধব বৃক্ষরোপন কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিলো।

উল্লেখ্য যে, ইতিপূর্বে “ইচ্ছে পূরণ ১” এর মাধ্যমে লালমনিরহাটের “কালীগন্জ প্রতিবন্ধী বিদ্যালয়” এ একটি নতুন থ্রি হুইলার প্রদান ও অপর একটি বিকল থ্রি হইলার মেরামত করে দেয়া হয়; “ইচ্ছে পূরণ ২” এর মাধ্যমে ঠাকুরগাঁওয়ের “একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র” যাতায়াতের বাহন বিকল হয়ে যাওয়া লেগুনা পুনরায় মেরামত করে দেওয়া হয়। এই কর্মসূচীতে পরিবেশ বান্ধব বৃক্ষরোপন কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিলো।

#মানবতার_কল্যাণে_কিংবদন্তী_সবখানে

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর একটি উদ্যোগ।