Event Details

শীতবস্ত্র বিতরণ ২ (২০২১)

“আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে।

মানব কল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্যগুলোর একটি। ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসাবে ৩১ ডিসেম্বর ২০২১ রোজ শুক্রবার সকালে লালমনিরহাটের হাতিবান্ধা’স্থ  পূর্ব সির্ন্ধুনা’র “আব্দুল করিমের চাতাল” প্রাঙ্গনে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

এছাড়া ও একই দিন বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ’স্থ “কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়” প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার প্রায় দুই শতাধিক শিশুদের মাঝে শীতবস্ত্র, নতুন পোশাক বিতরণ ছাড়া ও “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” স্লোগানে খাবার বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।

উল্লেখিত এই বিতরণ কাজে গ্রুপটির ঢাকা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটের ১৫ জন স্বেচ্ছাসেবী ছাড়াও হাতীবান্ধা ও কালীগঞ্জ এর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

উল্লেখ্যযে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৪০০০ হাজার।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে কোভিড-১৯ কালীন ফ্রি অক্সিজেন ব্যাংক কার্যক্রম, দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও ধারাবাহিক খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সদস্যদের আর্থিক সহায়তা এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।   

নতুন বছরে মানবিক কার্যক্রম আরো বিস্তৃত করার বিষয়ে এসময় স্বেচ্ছাসেবীরা ঐকমত পোষণ করেন।

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা ।