Event Details

ঈদ আনন্দ ভাগাভাগি (ঈদ উল আযহা ২০২৩)

ঈদ আনন্দ ভাগাভাগি (ঈদ উল আযহা ২০২৩)

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারো ঈদের দ্বিতীয় দিন অসহায়/সাময়িক অসুবিধাগ্রস্থ মানুষের কাছে খাবার নিয়ে পৌঁছে যাবে আমাদের স্বেচ্ছাসেবীরা।

=> ২০২২ এ বিতরণ করা হয়েছিল- পঙ্গু হাসপাতালে

=> ২০২১ এ বিতরণ করা হয়েছিল- DNCC কোভিড হাসপাতালে

=> ২০২০ এ বিতররণ কয়ার হয়েছিল- মানিকগঞ্জ এর বন্যা দুর্গত এলাকায়।

কার্যক্রমের ধারাবাহিকতায় এবারের বিতরণ স্থানঃ ২৫০ শয্যা টিবি হাসপাতাল, শ্যামলী ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

 

এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত "আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" এর পক্ষ থেকে পবিত্র ঈদ ঊল আজহা উদযাপন করতে গিয়ে শুক্রবার, ৩০ জুন ২০২৩ ঈদের ২য় দিন সন্ধ্যায় ঈদ আনন্দ ভাগাভাগির প্রয়াস থেকে নগরীর ২৫০ শয্যা টিবি হাসপাতাল, শ্যামলী ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর রোগী ও স্বজনদের মাঝে প্রায় ৬০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। খাবার হিসাবে গরুর গোশতের তেহেরী ও মোরগ পোলাও বিতরণ করা হয়। এর আগে কোরবানী করতে না পারা ঢাকা এবং ঢাকার বাহিরের প্রায় ৫০টি পরিবারের জন্য ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রেরণ করা হয় ফাউন্ডেশন এর পক্ষ থেকে। মূলত সাময়িক অসুবিধা গ্রস্থ ও অসহায়/ হঠাৎ করে বিপদের সম্মুখীন হয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই আয়োজন। খাবার বিতরণ কার্যক্রম আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর ধারাবাহিক কার্যক্রম, বিশেষ করে ঈদ উপলক্ষে বিতরণ কার্যক্রমটি বিগত ৪ বছর ধরে এবং ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি স্লোগানে প্রতি শুক্রবার করে খাবার বিতরণ কার্যক্রম বিগত ৩ বছর ধরে চলমান আছে।

২৫০ শয্যা টিবি হাসপাতাল, শ্যামলী’তে খাবার বিতরণ কালীন “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর স্বেচ্ছাসেবী’রা ছাড়া ও হাসপাতাল এর সহকারী পরিচালক, ডাঃ আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।     

“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে।

প্রয়োজনে যোগাযোগঃ 01409 00 2000

SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী)

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন