About us

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন

SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী)

গ্রুপের শুরুঃ ১৫ নভেম্বর ২০১৭

মাধ্যমঃ ফেসবুক।

ফাউন্ডেশনের শুরুঃ ৫ সেপ্টেম্বর ২০১৯

নিবন্ধন প্রাপ্ত হয় “রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম” এর দপ্তর থেকে।

ফাউন্ডেশনের উদ্দেশ্যঃ
যারা ২০০০ সালে এসএসসি/সমমানের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন (শিক্ষাবর্ষ ১৯৯৮) করেছে অথবা ২০০০ সালে এসএসসি/সমমানের পরীক্ষায় পাশ করেছে অথবা ২০০২ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় পাশ করেছে, বাংলাদেশের যে কোন স্কুল/ কলেজ/ মাদ্রাসা থেকে তাদেরকে এক ছাতার নীচে নিয়ে আসা। স্কুলের বন্ধুরা যে কে কোথায় হারিয়ে গেছে ঠিক মনে নেই/ জানা নেই। কে চায় না তার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেতে! আর সেই হারিয়ে যাওয়া বন্ধুদের একটি প্লাটফর্মে নিয়ে এসে একে অপরের বিপদে-আপদে, সুখে-দুঃখের, আনন্দ-কান্নার সঙ্গী হয়ে গ্রুপ এর পিছিয়ে পড়া সদস্য সহ সমাজের অবহেলিত/ সুবিধাবঞ্ছিত/ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ গুলোর জন্য কাজ করে যাওয়াই অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য।

শুরুর কথাঃ
গ্রুপ ক্রিয়েটর মোহাম্মদ নাজমুল হোসেন ভূইয়া সহধর্মিণী নাহিদ মোস্তারি’র অনুপ্রেরণা আর চার বন্ধু সাইফুল ইসলাম রিয়াদ, ফিরোজ সালাহ উদ্দিন দিপু, সাইফুল ইসলাম সুমন ও সাইফুল ইসলাম রিপন সহ শুরু করে ফেসবুক ভিত্তিক গ্রুপের কার্যক্রম।

সামাজিক কার্যক্রমঃ
ফাউন্ডেশনটি ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের যুক্ত করেছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। ধারাবাহিক সামাজিক কার্যক্রমের মাঝে উল্লেখযোগ্য হলঃ

  • ১। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম ও ওষুধ প্রদান
  • ২। অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
  • ৩। অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও এতিম বাচ্চাদের মাঝে নতুন পোশাক বিতরণ
  • ৪। স্বাবলম্বীকরণ কার্যক্রম “প্রজেক্ট অবলম্বন” এর মাধ্যমে
  • ৫। রক্তদান কর্মসূচী
  • ৬। বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সহযোগিতামূলক কার্যক্রম “ইচ্ছে পূরণ” প্রকল্পের মাধ্যমে
  • ৭। বন্যা ও যেকোন দুর্যোগকালীন সহযোগিতা কার্যক্রম
  • ৮। শিক্ষা বৃত্তি প্রদান (বিশেষ চাহিদা সম্পন্নদের প্রাধান্য দিয়ে)
  • ৯। স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতা তৈরি কার্যক্রম
  • ১০। দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সদস্যদের সহায়তা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম

 

কোভিড-১৯ কালীন বিশেষ কার্যক্রমঃ

ফেসবুক গ্রুপের বর্তমান সদস্য সংখ্যাঃ
গ্রুপটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজার, আর প্রতিনিয়ত এতে যুক্ত হচ্ছে আরো নতুন নতুন সদস্য।

ফাউন্ডেশনের বর্তমান সদস্য সংখ্যাঃ
ফাউন্ডার সদস্য ৯ জন সহ বর্তমান সদস্য সংখ্যা ১৭০ জন। একই সঙ্গে নতুন সদস্য নিবন্ধন আবেদন প্রক্রিয়া চলমান আছে। 

ফাউন্ডার সদস্যগণঃ
১। মোহাম্মদ নাজমুল হোসেন ভূইয়া
২। সাইফুল ইসলাম রিয়াদ
৩। মোঃ ফিরোজ সালাহ উদ্দিন
৪। মুহাম্মদ সাইফুল ইসলাম
৫। দিলশাদ জাহান
৬। এ এইচ এম জাকারিয়া মিল্কি
৭। দানিয়েল ইসলাম
৮। মোঃ সাইফুল ইসলাম
৯। কে এম জামাল হোসেন সুমন

আজীবন সদস্যগণঃ 

১। সাদেক এহতেশাম চৌধুরী
২। ডাঃ কে এম রেজা উল হক 
৩। আবদুর রউপ মজুমদার


ডোনার/ দাতা সদস্যগণঃ

 

স্লোগানঃ
“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে”
“বন্ধুদের সাথে, মানবতার পাশে...”

Grouphttps://www.facebook.com/groups/ssc2000bd

Foundation Pagehttps://www.facebook.com/amraikingbadanti0002

Group Pagehttps://www.facebook.com/SSC2000BD

Youtubehttps://www.youtube.com/amraikingbadanti

 

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর হিসাব সমূহঃ
বিকাশ নাম্বার- 01406 002000 মার্চেন্ট (Payment)
নগদ নাম্বার- 01406 002000 মার্চেন্ট (Payment)
রকেট নাম্বার- 4288, Amrai Kingbadanti Foundation (Pay Bill- Biller Code)

ব্যাংক হিসাব-
A/C Name- Amrai Kingbadanti Foundation
A/C Number- 084 2201 000000083
Bank- United Commercial Bank Limited
Branch- Dhanmondi.
Routing Number- 245261183

SSC 2000 & HSC 2002

ধন্যবাদ!