Event Details

প্রজেক্ট অবলম্বন (স্বাবলম্বীকরণ প্রকল্প)

পবিত্র রমাদান (২০২৩) এ স্বাবলম্বীকরণ (প্রজেক্ট_অবলম্বন) এই প্রকল্পের মাধ্যমে যারা অসচ্ছল বা বিগত মহামারি করোনার প্রভাবে এখনো সাময়িক অসুবিধাগ্রস্থ, তাদেরকে পবিত্র মাহে রমাদানে স্বাবলম্বী (প্রজেক্ট অবলম্বন এর অনুকূলে) করে নেওয়ার জন্যই এই আয়োজন/ক্ষুদ্র প্রচেষ্টা।

এবারের স্বাবলম্বীকরণ এর  প্রচেষ্টা থেকে নিন্মলিখিত হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছেঃ

১। প্রজেক্ট অবলম্বন- ৩৬ এর অনুকূলে একজন নারী'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়। 

২। প্রজেক্ট অবলম্বল- ৩৭ এর অনুকূলে একজন পুরুষ উদ্যোক্তাকে মূলধন হিসাবে চা পাতা ও লিকুইড মিল্ক হস্তান্তর করা হয়।

৩। প্রজেক্ট অবলম্বল- ৩৮ এর অনুকূলে একজন পুরুষ উদ্যোক্তাকে মূলধন হিসাবে ফল ও বিক্রয়ের জন্য মেরামতকৃত ভ্যান হস্তান্তর করা হয়।

৪। প্রজেক্ট অবলম্বন- ৩৯ এর অনুকূলে একজন নারী'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

৫। প্রজেক্ট অবলম্বল- ৪০ এর অনুকূলে একজন পুরুষকে জীবিকা নির্বাহের জন্য একটি ভ্যান গাড়ী হস্তান্তর করা হয়।

৬। প্রজেক্ট অবলম্বন- ৪১ এর অনুকূলে একজন নারী'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

৭। প্রজেক্ট অবলম্বল- ৪২ এর অনুকূলে একজন পুরুষকে জীবিকা নির্বাহের জন্য একটি রিকশা হস্তান্তর করা হয়।

৮। প্রজেক্ট অবলম্বন- ৪৩ এর অনুকূলে একজন মা'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

৯। প্রজেক্ট অবলম্বন- ৪৪ এর অনুকূলে একজন বোন'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

 

স্বাবলম্বীকরণ উদ্যোগ এর আসন্ন সম্ভাব্য তালিকাঃ

১. সেলাই মেশিন

২. ছাগল/বাছুর

৩. হাস-মুরগী

৪. টং দোকান অথবা মালামাল

৫. রিকশা/ ভ্যান

৬. অন্যান্য

***যেহেতু ফান্ড স্বল্পতা, তাই খুব সীমিত সংখ্যক সদস্যকে অনুদান পাঠানো/ হস্তান্তর করা হবে, এই প্রকল্পের অনুকূলে।

***অনুদান প্রেরণকালীণ/ হস্তান্তর কালীন কিছু ছবি সংগ্রহ করা হবে, ডকুমেন্টস স্বরূপ। (এই ছবি সরাসরি প্রকাশ করা হবে না/প্রকাশ করা হলেও গ্রহীতার ছবি অস্পষ্ট করে দেওয়া হবে)।

***আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন যে কোন সময় যে কোন শর্ত পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে।

 

এই আয়োজন'কে এগিয়ে নিতে যে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার ছোট কন্ট্রিবিউশন পাঠাতে পারেন "আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" এর নির্ধারিত বিকাশ/নগদ/রকেট/ ব্যাংক একাউন্টে।

কন্ট্রিবিউশান পাঠানোর সময় অবশ্যই রেফারেন্স অপশান এ "Projecr Abalamban" অথবা "Zakat" উল্লেখ করুন।

 

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এ অনুদান পাঠানোর হিসাব নাম্বারঃ

বিকাশ নাম্বার-

01406 002000 মার্চেন্ট (Payment হবে)

নগদ নাম্বার-

01406 002000 মার্চেন্ট (Payment হবে)

রকেট নাম্বার-

4288, Amrai Kingbadanti Foundation (Pay Bill- Biller Code)

ব্যাংক হিসাব-

A/C Name- Amrai Kingbadanti Foundation

A/C Number- 084 2201 000000083

Bank- United Commercial Bank Limited

Branch- Dhanmondi.

Routing Number- 245261183

 

SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী)

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর একটি উদ্যোগ।